ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরা এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

প্রকাশিত: ০৮:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরা এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার ‘৮৯৫’ এবং ‘৮৯৬’ এক্সচেঞ্জ দুটি এনজিএন (ঘএঘ) প্রযুক্তির এক্সচেঞ্জ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এর ফলে এ এক্সচেঞ্জের ছয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে। ৮৯৫ এক্সচেঞ্জের চার হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৫Ñীীীী এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে নতুন নম্বর ৪৮৯৫-ীীীী আট ডিজিটসম্পন্ন হবে। ৮৯৬ এক্সচেঞ্জের দুই হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৬-ীীীী এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে ৮৯৬-ীীীী এর পরিবর্তে নতুন নম্বর ৪৮৯৫-ঢ়য়ৎং আট ডিজিটসম্পন্ন হবে। শেষ চারটি ডিজিট পরিবর্তিত হবে। পরিবর্তন কার্যক্রম ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কলের মাধ্যমে গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেয়া হবে। এছাড়া পরিবর্তিত নতুন নম্বরের তালিকা বিটিসিএলের িি.িনঃপষ.পড়স.নফ ওয়েবসাইটে এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিস বোর্ডে পাওয়া যাবে। পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরী প্রয়োজনে গ্রাহকবৃন্দকে বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’ অথবা অফিস সময়ে ৮৯৩১১৯৯ ও ৫৮৯৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। -তথ্য বিবরণী
×