ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাস প্রথম পত্র

প্রকাশিত: ০৬:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ইতিহাস প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২২. মুক্তিযুদ্ধের সেনাপতি এম এ জি ওসমানীর বাড়ি কোথায়? ক) বরিশাল খ) দিনাজপুর গ) সিলেট ঘ) চট্টগ্রাম ২৩. ১৯৫২ সালে সলিমুল্লাহ হলে যে সভা অনুষ্ঠিত হয় তার সভাপতিত্ব করেন কে? ক) আবুল মোমিন খ) আবুল হাশিম গ) অলি আহাদ ঘ) ফকির শাহাবুদ্দিন ২৪. মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপট হয় কোন মাসে? ক) জুলাই খ) আগস্ট গ) সেপ্টেম্বর ঘ) অক্টোবর ২৫. ১৯৭১ সালে ভারতের জনগণকে একটি অতিরিক্ত কর দিতে হয় । সে করটি কী? ক) চ্যারিটি কর খ) মুক্তিযুদ্ধ কর গ) শরণার্থী কর ঘ) সামরিক কর ২৬. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে? ক) ১৯৮৯ খ) ১৯৯১ গ) ১৯৯৫ ঘ) ২০০০ ২৭. পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর অধিকাংশ ছিল- ক) বাঙালি খ) মুসলমান গ) পাঞ্জাবি ঘ) কাশ্মিরী ২৮. কখন ফোর্ট ইউলিয়াম দুর্গ ভারতবর্ষে নির্মিত হয়? ক) ১৬৫১ খ) ১৬৯০ গ) ১৭০০ ঘ) ১৭১৭ ২৯. ব্রিটিশদের হাত খে গান্ধীজী বিনা শর্তে মুক্তি পান করে? ক) ১৯৩০ খ) ১৯৩২ গ) ১৯৩৭ ঘ) ১৯৫২ ৩০. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? ক) বীরউত্তম খ) বীরপ্রতীক গ) বীরবিক্রম ঘ) বীরশ্রেষ্ঠ ৩১. মীর কাশিম ছিলেন না- ক) সুদক্ষ শাসক খ) দূরদর্শী গ) স্বাধীনচেতা ঘ) হীন চরিত্রের ৩২. কোন গান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সূচনা গান হিসেবে প্রচারিত হতো? ক) জয় বাংলা, বাংলার জয় খ) কারার ওই লোহ কপাট গ) আমার সোনার বাংলা ঘ) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ৩৩. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? ক) ১৭ জানুয়ারি ১৯৪৭ খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ গ) ৯ জুলাই ১৯৪৯ ঘ) ১১ ডিসেম্বর ১৯৫২ ৩৪. নেহেরু কমিটির সভাপতি কে ছিলেন? ক) জওহর নেহেরুখ) সুভাষ নেহেরু গ) মতিলাল নেহেরু ঘ) বিপিন নেহেরু ৩৫. ২০০৫ সালে কাকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়? ক) আবুল বরকতকে খ) রফিক উদ্দনকে গ) শফিউর রহমানকে ঘ) আবদুল জব্বারকে ৩৬. উইলিয়াম বেন্টিঙ্ক-এর সময় ভারতবর্ষে কোন ধরনের কাজ হয়? ক) প্রশাসন দৃঢ় খ) রাজস্ব আয় বৃদ্ধি গ) অর্থনৈতিক উন্নয়ন ঘ) সংস্কারমূলক ৩৭. ইস্ট ইন্ডিয়া কোম্পনি প্রাচ্য দেশে বাণিজ্যের সনদ লাভ করেন কত জন ইংরেজ বণিকের প্রচেষ্টায়? ক) ১১ জন খ) ১৪ জন গ) ১৬ জন ঘ) ১৮ জন ৩৮. সিরাজউদ্দৌলা দাক্ষিণাত্যের কোন ফরাসি সেনাপতির সঙ্গে পত্রালাপ করেন? ক) ফ্রাঁসোয়া ফ্যারো খ) দুপ্লেগ) সিনফ্রে ঘ) বুসী ৩৯. ১৯৭১ সালের ২৫ মার্চ কী বার ছিল? ক) সোমবার খ) মঙ্গলবার গ) বৃহস্পতিবার ঘ) শুক্রবার ৪০. লক্ষেèৗ চুক্তি যে কারণে করা হয়- র. হিন্দু-মুসলমানের সমঝোতা রর. সুষ্ঠু আইনের ব্যবস্থা ররর. ধর্মীয় কুসংস্কার দূর করা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ৪১. পাকিস্তান কবে ভারতকে আক্রমণ করে? ক) ৩ ডিসেম্বর খ) ৫ ডিসেম্বর গ) ৮ ডিসেম্বর ঘ) ১৫ ডিসেম্বর ৪২. প্রত্যেক সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় যে কারণে- র. আচার অনুষ্ঠান পালনের জন্য রর. ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য ররর. ধর্মীয় অনভূতি তৈরির জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. ১৯৪৮-৫৫ সালের দিকে পূর্ব পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে কত বরাদ্দ ছিল? ক) ২০০ কোনটি টাকা খ) ২১০ কোটি টাকা গ) ২৪০ কোটি টাকা ঘ) ৩০০ কোটি টাকা ৪৪. ওয়াহাবি বলতে কোনটি বোঝায়? ক) নবজাগরণ খ) পুনর্জাগরণ গ) নতুন আন্দোলন ঘ) গণআন্দোলন সঠিক উত্তর: ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (ক)
×