ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের চোখে স্টিভ ‘চরম স্বার্থপর’!

প্রকাশিত: ০৫:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ওয়ার্নের চোখে স্টিভ ‘চরম স্বার্থপর’!

স্পোর্টস রিপোর্টার ॥ স্টিভ ওয়াহর সঙ্গে শেন ওয়ার্নের ঝামেলাটা নতুন নয়। ওয়ার্নের সৌজন্যে মাঝে মধ্যেই সেটি খবরে এসেছে। তবে দিগি¦জয়ী অধিনায়ককে এবার ‘চরম স্বার্থপর’ বলে অভিহিত করলেন লেগস্পিন-লিজেন্ড, ‘স্টিভকে পছন্দ না করার অনেক কারণ আছে, অনেক ...। জীবনে যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে ওই সম্ভবত সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার!’ ব্রিটেন ভিত্তিক টেলিভিশন চ্যানেল টেনের ‘আই এ্যাম সেলিব্রেটি, গেট মি আউট অব হেয়ার’ নামক ব্যতিক্রম এক অনুষ্ঠানে সাবেক সতীর্থকে নতুন করে ধুয়ে দেন ওয়ার্ন। একেবারে পরিষ্কার কণ্ঠে বলেন, স্টিভের চেয়ে স্বার্থপর মানুষ তিনি জীবনেও দেখেননি। এজন্য ক্রিকেট ইতিহাসের সেরা লেগস্পিনার ওয়ার্ন তুলে এনেছেন ১৯৯৯ সালের ঘটনাবহুল ওয়েস্ট ইন্ডিজ সফর প্রসঙ্গ। সতেরো বছর আগের ওই সফরে তখন ২-১ এ পিছিয়ে অস্ট্রেলিয়া। ওয়ার্ন বলেন, ‘বিরক্তিকর বিষয় এই ছিল যে এক টেস্টে আমাকে বাদ দেয়া হলো। ট্রফি জিততে শেষ ম্যাচে আমাদের জেতাটা জরুরী ছিল। তখন অধিনায়ক (স্টিভ), সহ-অধিনায়ক (আমি) ও কোচ (জিওফ মার্শ) মিলে দল গড়তাম।’ কি হয়েছিল সে সময়? ৪৬ বছরের ওয়ার্নের মুখেই শোনা যাক, ‘আমরা দল নির্বাচনে বসলাম। আমি ভাল বল করতে পারিনি। আমরা হেরেছিলাম। অবশ্য ব্রায়ান লারা অকল্পনীয় ব্যাটিংও করেছিল। কিন্তু আমাকেই বলিরপাঁঠা বানানো হয়। ভাল বল করতে না পারাই আমার দোষ ছিল। নির্বাচনের বৈঠকে আমি বললাম, অন্যরা কী ভাবছে? স্টিভ ওয়া বলল, তুমি খেলছ না। আমি বললাম, কী? দাঁড়াও। দল কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি ...। তখন দম্ভ করে স্টিভ বলল, আমি দলের অধিনায়ক। মনে রেখ আমিই অধিনায়ক এবং তুমি খেলছ না!’ অনুষ্ঠানে ওয়ার্ন বলেছেন, তিনি এখনও বিশ্বাস করেন যে ওই টেস্টের পরিস্থিতিটাই ভিন্ন ছিল। জয়ের তাড়নাই তার ভেতর থেকে সেরাটা বের করে আনত। কিন্তু স্টিভ তা বুঝতে চাননি। খেলতে দেননি তাকে। স্টিভকে অপছন্দ করার অনেক কারণ না কি ওয়ার্নের কাছে আছে। ওয়ার্নকে বাদ দেয়া সেই টেস্টে কলিন মিলারকে খেলানো হয়েছিল। অস্ট্রেলিয়া ১৭৬ রানে জিতে সিরিজ ২-২ এ ড্র করেছিল। স্টিভ ওয়াহর সঙ্গে তার ঝামেলাটা বহু পুরনো। আগেও সেটি প্রকাশ পেয়েছে। সর্বজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন স্টিভ। এক সময় তার ডেপুটি ছিলেন শেন ওয়ার্ন। তখন থেকেই ঝামেলার শুরু। দুজনই ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। এক দলে খেলে অনেক অনেক কীর্তি গড়েছেন।
×