ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত ৮

প্রকাশিত: ০৫:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

জার্মানিতে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত ৮

জার্মানির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার দুটি কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত ও প্রায় ১শ’ জন আহত হয়েছে। রোজেনহেইম পুলিশের মুখপাত্র মার্টিন উইঙ্কলার বলেন, দুর্ঘটনায় ৮জন নিহত ও ১শ’ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। আঞ্চলিক রেল কোম্পানি মেরিডিয়ান এক বিবৃতিতে বলেছে, রোজেনহেইম ও হোলজকিরেশনের মধ্যবর্তী সিঙ্গেল ট্র্যাকে স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জার্মানির মিউনিখ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ব্যাড অ্যাইবলিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ওই রুট ও স্থানীয় দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আপার বাভারিয়ায় আঞ্চলিক পুলিশ বাহিনী জানায়, কয়েক শ’ জরুরী সেবা কর্মী ঘটনাস্থলে গেছেন। খবর এএফপির। মাছের দাম ৭ লাখ রুপী ওজন ৩৬ কেজি। ভারতে দাম তিন লাখ রুপী। আন্তর্জাতিক বাজারে আরও বেশি, দাম সাত লাখ রুপী। পশ্চিমবঙ্গের দিঘা থেকে এমনই মহার্ঘ মাছ পেয়েছে মৎ্যজীবীরা। নাম তেলিয়া ভোলা। এই মাছের পটকা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। তেল ও মাংস থেকেও ওষুধ বানানো হয়। দিঘা মোহনা থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বাস এই তেলিয়া ভোলার। ১০০ নটিক্যাল মাইল দূরে মাছ ধরতে গিয়েছিল ট্রলার। -জিনিউজ প্রতি দশ সেকেন্ডে একজন এ্যালকোহল সেবনের ফলে প্রতি দশ সেকেন্ডে বিশ্বজুড়ে মারা যায় একজন মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্টে বলা হয়েছে, ২০১২ সালে অতিরিক্ত এ্যালকোহল পানের ফলে বিশ্বে ৩৩ লাখেরও বেশি মানুষ মারা গেছে। টিবিসহ ২০০ রকমের রোগ হতে পারে। ১৫ বছরের উর্ধে একজন গড়ে সারা বছর ৬ দশমিক ৫ লিটার মদ পান করেন।- টাইম
×