ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিকার বিরুদ্ধে লড়াইয়ে ১৮০ কোটি ডলার চাইবেন ওবামা

প্রকাশিত: ০৫:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

জিকার বিরুদ্ধে লড়াইয়ে ১৮০ কোটি ডলার চাইবেন ওবামা

জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন কংগ্রেসের কাছে ১৮০ কোটি ডলারের জরুরী তহবিল চাইবে ওবামা প্রশাসন। ভাইরাসটি লাতিন আমেরিকার দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। অন্যান্য উদ্যোগের সঙ্গে মশা নিয়ন্ত্রণ ও টিকা গবেষণা কর্মসূচীতে এই অর্থ দেয়া হবে বলে জানা গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশে মশা নিয়ন্ত্রণ ও সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে কিছু অর্থ দেয়া হবে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ আমেরিকার ২৬টি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো (সিডিসি) নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে ৫০ব্যক্তি জিকার প্রাদুর্ভাব রয়েছে এমন অঞ্চল থেকে ফিরে আসার পর তাদের দেহে ভাইরাসটি পাওয়া গেছে। শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, তার দেশে ৩ হাজারেরও বেশি গর্ভবতী নারী মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ছোট মাথা নিয়ে জন্মগ্রহণকারী ৪,০০০ শিশুর সঙ্গে জিকা ভাইরাসের কোন যোগসূত্র রয়েছে কিনা এ বিষয়টি পরীক্ষা করছে ব্রাজিল। খবর বিবিসির। কাইলা মুলারের মৃত্যু, আবু সায়াফের স্ত্রী অভিযুক্ত মার্কিন ত্রাণকর্মী কাইলা মুলারের মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অর্থ বিষয়ক প্রয়াত নেতা আবু সায়াফের স্ত্রীর বিরুদ্ধে। নাসরিন আসাদ ইব্রাহিম বাহার নামে ২৫ বছর বয়সী ওই নারীকে চরমপন্থীদের সহায়তা প্রদানের ষড়যন্ত্র এবং তাদের বাড়িতে মুলার ও অন্য বন্দীদের জোরপূর্বব আটকে রাখার দায়ে সোমবার অভিযুক্ত করা হয়। তিনি উম সায়াফ নামেও পরিচিত। নাসরিন বাহারের বাড়িতেই আইএস প্রধান আবুবকর আল বাগদাদীর যৌন হয়রানির শিকার হয়েছিলেন মুলার। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, নাসরিন বাহার জানতেন যে, সায়াফ বাসভবনে বন্দী থাকার সময় মুলারের উপর কর্তৃত্ব স্থাপন করেছিলেন বাগদাদী। খবর এএফপি।
×