ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্কাই ড্রাইভ

প্রকাশিত: ০৫:৩০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

স্কাই ড্রাইভ

ফ্লাইং কার এখন আর কেবল কল্প বিজ্ঞানের বিষয় নয়। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় এটি এখন প্রায় হাতের মুঠোয়। মোটর গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত জাপানের প্রকৌশলীদের একটি গ্রুপ এখন এমন ধরনের ফ্লাইং কার উদ্ভাবন করেছেন যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে তারা আশা করছেন। প্রকৌশলীদের ওই গ্রুপটির লক্ষ্য ২০২০ সালে টোকিও অলিম্পিকের আগেই বাজারে নিয়ে আসা। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ বাড়াবে এই ফ্লাইং কার। এর আগে ১৯৮৪ সালে লস এ্যাঞ্জেলেস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গ্লাইডারের সাহায্যে প্যারাশুটে করে আকাশ থেকে নেমে এসেছিলেন এক আকাশ মানব। ওই বিষয়টিকে মাথায় রেখে গবেষকদের ওই দলটি ২০২০ সালে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের থিম সাজানোর চেষ্টা করছেন। গাড়িটি তৈরির কাজ এখনও শেষ হয়নি। আশা করা হচ্ছে জুনে এগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হতে পারে। -নিক্কেই এশিয়া রিভিউ
×