ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

মা-ছেলেসহ নিহত ১৩

প্রকাশিত: ০৩:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মা-ছেলেসহ নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে চালক, লক্ষ্মীপুরে ছাত্রসহ দুই, কেশবপুরে দোকান কর্মচারীসহ দুই, মাদারীপুরে বৃদ্ধ, পটুয়াখালী ও বান্দরবানে দুই যুবক, সোনারগাঁয়ে শ্রমিক, টঙ্গীতে আরোহী এবং গাইবান্ধায় ভ্যান চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। টাঙ্গাইল ॥ মধুপুরে বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো- উপজেলার গাংগাইর বেকারকোনা এলাকার রিক্সাভ্যান চালকের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও তার মা বেদেনা বেগম (৫৫)। মধুপুর থানার এসআই রুকন জানান, সকাল সাড়ে ৮টার দিকে হতাহতরা রিক্সা ভ্যান যোগে নিজ বাড়ি থেকে মধুপুর যাচ্ছিল। এ সময় মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিক্সাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা- ছেলে নিহত হয়। চট্টগ্রাম ॥ বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আব্দুর রহিম (৩০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিম একই থানার মোহরা ওয়ার্ডের জনি কোম্পানির পুরাতন বাড়ির বাসিন্দা জাফর উল্লার ছেলে। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রহিমকে মেডিক্যালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে। লক্ষ্মীপুর ॥ সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র আরমান (১৮) ও মোঃ স্বপন (১৪) নামে অপর এক কিশোরসহ দুই জন নিহত হয়েছে। এ সময় কমপক্ষে আরও ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পৃথক স্থানে এ দু’টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে কমলনগরে মাইক্রোবাসের ধাক্কায় আরমান নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গিয়ে ১৫ যাত্রী আহত হয়। এদিকে জেলার রায়পুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় স্বপন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কেশবপুর ॥ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলকোট বাজারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এবং কেশবপুর ডিগ্রী কলেজের সামনে বাসের চাপায় তারা মারা যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বুড়িহাটি গ্রামের ছোরমান আলী সরদার (৪০) বুড়িহাটি বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে নিজ মোটরসাইকেলে কেশবপুর আসার পথে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সামনে দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় মোটরসাইকেলের যাত্রী তালা উপজেলার খলিশাখালি গ্রামের গোপাল দেবনাথ মারাত্মক আহত হয়েছে। যশোর-সাতক্ষীরা সড়কের মঙ্গলকোট বাজারের ক্লিনিকের সামনে সোমবার রাত সাড়ে বারোটার দিকে প্রাইভেট কার গাছের সাথে ধাক্কা খেলে সাদ্দাম হোসেন (২৭) নামের এক দোকান কর্মচারী ঘটনাস্থলে মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার ধাড়িয়াডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামে ছেলে। মাদারীপুর ॥ সদর উপজেলার শ্রীনদী-কালিরবাজার আঞ্চলিক সড়কে মিনি ট্রাকের চাপায় আজিজ ঘরামী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীনদী থেকে কালিবাজার আঞ্চলিক সড়কে মাদারীপুর আসার পথে রশিদ মেম্বারের বাড়ির সামনে রাত ৮টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় আজিজ ঘরামী নিহত হন। নিহত বৃদ্ধের বাড়ি শিরখারা ইউনিয়নের বলভদ্রী গ্রামে। পটুয়াখালী ॥ দশমিনায় উপজেলার রামভল্লব গ্রামের গনি মেলকার বাড়ির সোহরাব মেলকারের ছেলে তুহিন মেলকার (২৫) কার্ভাড ভ্যান চাপায় নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় দশমিনা-পটুয়াখালী সড়কে বেতাগী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বান্দরবান ॥ লামা উপজেলায় চাঁদের গাড়ি উল্টে সরোয়ার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি চাঁদের গাড়ি বান্দরবানের লামা উপজেলার যাওয়ার পথে লাইনঝিড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই সরোয়ার নিহত হয় এবং আহত হয় চাঁদের গাড়ির আরও ৪ যাত্রী। আরও জানা গেছে, নিহত সরোয়ারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় রহিম স্টিল মিলের এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ মিয়া (৫০)। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত আব্দুর রশিদ মিয়ার বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দিরদান গ্রামে। টঙ্গী ॥ টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় আলাউদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী থানা পুলিশ জানায়, রাত ২টার দিকে আলাউদ্দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাইবান্ধা ॥ পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় সোমবার বিকেলে যাত্রীবাহী বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক আব্দুস ছাত্তার মিয়া (৪০) আহত হয়। আব্দুস ছাত্তার মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। নিহত আব্দুস ছাত্তার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা ইউনিয়নের নারিন্দ্রা গ্রামের আসলাম আলীর ছেলে।
×