ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের

প্রকাশিত: ০১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৬

মাদকমুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ পৌরসভার নতুন মেয়র ফয়সাল বিপ্লব সোমবার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার পৌর সভাকক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্ব বুঝে নেন। তবে ব্যনারে নাম থাকলেও বিদাযী মেয়র বিএনপির একএম ইরাদত মানু অনুপস্থিত ছিলেন। তাই মুন্সীগঞ্জ পৌরসভার সচিব একে এম বদলুর রশিদ সভাপতিত্বে এ অনুষ্ঠানে মেয়র ছাড়াও নবনির্বাচিত ১১ কাউন্সিলরদেরও ফুল বরণ করা হয়। তবে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহনের অনুভূতিতে তিনি মাদকমুক্ত, পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত শহর গতে তোলার প্রত্য ব্যক্ত করেন। সে বিষয়ে তার পরিকল্পনার কথাও জানান। কাউন্সিলরগন এতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়ও পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুনু আক্তার, ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক মো. জামাল হোসেন, আইরিন ফয়সাল চৌধুরী, নিটু কাজী, অভিজিৎ দাস ববি, গৌতম ব্যানার্জী, আরিফ-উল-ইসলাম ও মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও ওসি ইউনুচ আলী প্রমুখ। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×