ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

প্রকাশিত: ০১:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীলঙ্কাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক ॥ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি ভারতের। ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই ঘুরে দাঁড়ায় ভারত। আনমোলপ্রিট সিং (৭২) ও সারফরাজ খানের (৫৯) জুটিতে শতরান পেরোয় ভারতীয় যুবারা। পরে ওয়াশিংটন সান্দারও ৪৩ রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে ভারত। লঙ্কানদের পক্ষে ফার্নান্দো ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনার সাজঘরে ফিরে যান। পরে মেন্ডিস ৩৯ রান ও আসহান ৩৮ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। ৪২.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের পক্ষে ডাগর ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের আনমোলপ্রিট সিং।
×