ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মীর কাসেম আলীর আপিল শুনানি মুলতবি

প্রকাশিত: ০০:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাসেম আলীর আপিল শুনানি মুলতবি

স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপীল বিভাগের এক নম্বর বেঞ্চে এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। আসামিপক্ষে মঙ্গলবার সকালে লিখিত যুক্তিতর্ক জমা দেন মীর কাসেমের আইনজীবী এস এম শাহজাহান। এরপর তিনি অভিযোগগুলো পড়া শুরু করেন। প্রথমদিনে ১ থেকে ১৮ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা পড়া শেষ করেছেন এই আইনজীবী।রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×