ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাইয়ের হত্যার বিচার চাইলেন বোন

প্রকাশিত: ২৩:৪২, ৯ ফেব্রুয়ারি ২০১৬

ভাইয়ের হত্যার বিচার চাইলেন বোন

স্টাফ রিপোর্টার॥ পাঁচ মাস আগে শেরপুরে সেকান্দার আলী (৪৫) নামে এক ব্যক্তির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন তার বোন। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন নকলা উপজেলার গায়রা ফুলপুর গ্রামের আজিরন নেসা। সংবাদ সম্মেলনে আজিরন নেছা জানান, গত বছরের ৩০ অগাস্ট তার ছোট ভাই সেকান্দার আলীকে (৪৫) পাশের বাড়ির বাসিন্দা আব্দুল বারী, তার ছেলে আব্দুল মজিদ, বারীর স্ত্রী মজিদা বেগম ও মজিদের স্ত্রী খোরশেদা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ২৪ সেপ্টেম্বর সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেকান্দারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম ওই চার জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা করেন। আজিরন আরও জানান, পারিবারিক কলহের জের ধরে তার আমার ছোট ভাইকে তারা হত্যা করেছে। ঘটনার পরপর আব্দুল বারী ও তার স্ত্রী মজিদা বেগম গ্রেফতার করেন। সেকান্দার মারা যাওয়ার আগেই তারা জামিনে বের হয়ে যান। সংবাদ সম্মেলনে আজিরন আরও জানান, তাদের চার জনের কেউই এখন গ্রামে থাকে না। তাদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তিনি।
×