ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ৬ দশমিক শূন্য ৭

প্রকাশিত: ২২:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ৬ দশমিক শূন্য ৭

স্টাফ রির্পোটার ॥ আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন জানুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শুন্য ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১০ শতাংশ। খাদ্য পণ্যেও মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৩ শতাংশে, যা তার আগের মাসে ৫ দশমিক ৪৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যেও বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক শুন্য ৫ শতাংশ। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংএ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল ওয়াজেদ।
×