ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা

প্রকাশিত: ২১:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

সাভারে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। অভিযান চলাকালীন সময়ে চালকদের সতর্কতার সাথে গাড়ি চালাতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানের সময় বিআরটিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিল।
×