ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওপেন হাউজ ডে

প্রকাশিত: ২০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

ওপেন হাউজ ডে

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাধারণ জনগণের সাথে জন প্রতিনিধিদের সুসম্পর্ক তৈরি করে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে ‘ওপেন হাউজ ডে’ পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়ার ভরারী বটতলা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষদের ৪নং ওর্য়াডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার মাদক সমস্যা, রাস্তা-ঘাট উন্নয়ন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ে সর্বস্তরের জনসাধারণ তাদের অভিযোগ তুলে ধরেন এবং পরামর্শ ব্যক্ত করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদক বিস্তারের ফলে পারিবারিক ও সামাজিকভাবে অপরাধের মাত্রা বেড়ে যাওয়াসহ চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। জন প্রতিনিধিরা তাদের নিকট এলাকাবাসিকে মাদক বিক্রেতা ও সেবীদের তথ্য দেয়ার অনুরোধ করেন। এ সময় এলাকার অনেক সমস্যার সমাধান আলোচনায় উঠে আসে। বেসরকারী প্রতিষ্ঠান ডেমোক্রেসি ওয়াচ এর সহযোগীতায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইউপি সদস্য আইয়ৃুর আলী, শাহিনুর বেগম, ইউপি সচিব আব্দুল বারেকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি মাসে এ ধরনের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন ইউপি সদস্য আইয়ুব আলী।
×