ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী ২৫ বছরে বাংলাদেশ উন্নত দেশ হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ২৫ বছরে বাংলাদেশ উন্নত দেশ হবে: খাদ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজ মঙ্গলাবার সকালে সাভারের হেমায়েতপুরের হাজী আশরাফ শপিং কমপ্লেক্সে খাদ্যমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্র্যাক ব্যাংকের ১৬৮ তম শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাকালে এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, অনেক বাংলাদেশি ও বিদেশিরা মিলে মিশে পদ্মা সেতু তৈরির প্রতিবন্ধকতা সুষ্টি করেছিল। কিন্তু সব বাঁধা দূর করে বাংলাদেশ নিজ অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে অর্থনীতি চাকা সচল রাখতে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর, এফ হোসেন, ব্র্যাক ব্যাংক এর ব্র্যাঞ্চ ব্যাংকিং এর প্রধান জনাব আবেদুর রহমান সিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি প্রধান জারা জাবীন মাহবুব ও ব্যাংকের উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এ শাখাটি উদ্বোধনের মধ্যদিয়ে আশে পাশের এলাকার গ্রাহকরা উন্নত ব্যাংকিং সেবা পাবে বলে মনে করছেন স্থানীয়রা। বর্তমানে দেশে ব্যাংকটি ১৬৮ টি শাখা, ৪৫০টি এ.টি.এম ৪৫৮টি এস.এম.ই ইউনিট অফিস এবং ৬৭০০ জনের ও বেশি জনবল নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।
×