ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুব বিশ্বকাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের টার্গেট দিয়েছে ভারত

প্রকাশিত: ১৯:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

যুব বিশ্বকাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের টার্গেট দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক ॥ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হয়েছে অনুর্ধ ১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলা। খেলছে ভারত-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারত ৫০ ওভার খেলে ৯ উইকেটেরি বিনিময়ে ২৬৭ রান করেছে। এর আঘে এবারের যুব বিশ্বকাপের একটি ম্যাচও হারেনি ভারত। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল, আধিপত্য নিয়েই জিতেছেন ইশান কিষানরা। যদিও অধিণায়ক ইশান কিষান ব্যাটিং এ তেমন সুবিধা করতে পারেনি। বরং প্রতিটি ম্যাচে ধারাহিক রান পেয়েছেন করফরাজ খান। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নেপালকে হারিয়ে গ্রুপের শীর্ষেই শেষ করেছিল ভরত। কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার মতো কম শক্তিশালী দলকে ১৯৭ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে এবার কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের যুব দল। তবে ভারতের বোলিং ও টিম স্পিটের সামনে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা এই রান তুলে ফাইনালে যাওয়া সম্ভভ হবে কি না তা পরের ইনিংসেই বোঝা সম্ভভ। ২০ বলে ২৯ রান করে আউট আরমান জাফর। এর আগে ৯২ বলে ৭২ রান করে আউট হলেন আনমোলপ্রীত সিংহ, ৪৫ বলে ৪৩ রান করে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। জাফরের লড়াকু ইনিংটি ভারতে এই সন্মানজন রানে পৌঁছায়। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ফার্নান্দো পেয়েছেন ৪ উইকেট। বিবিসি বাংলা
×