ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরের হিমবাহের ভেতর ৬ দিন ধরে বেঁচে আছেন একজন ভারতীয় সৈনিক

প্রকাশিত: ১৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

কাশ্মীরের হিমবাহের ভেতর ৬ দিন ধরে বেঁচে আছেন একজন ভারতীয় সৈনিক

অনলাইন ডেস্ক ॥ ছয়দিন আগে সিয়াচেন হিমবাহের একটি ধসের নীচে চাপা পড়েছিলেন ভারতীয় সৈনিক হানামানথাপ্পা। ছয় হাজার মিটার উপরে, অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন। অন্যরা সবাই মারা গেছেন। তবে ল্যান্স নায়েক হানামানথাপ্পা জীবিত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, তাকে তুষারের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হিমবাহ থেকে তাকে নামিয়ে আনা হবে। সেনাবাহিনীর একটি বিবৃতি বলছে, তার অবস্থা খুবই গুরুতর। আমরা আশা করছি, এই 'মিরাকল' (তাকে জীবিত পাওয়া) অব্যাহত থাকবে। আমাদের জন্য দোয়া করুন। বুধবার হটাৎ নেমে আসা ধ্বসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়। এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইটার বার্তায় সৈনিকদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন। সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। এই জায়গার দাবি করছে ভারত ও পাকিস্তান, উভয় দেশ। ফলে এখানে দুই দেশের সৈন্যরাই টহল দেয়। গতমাসেও আরেকটি তুষার ধসে চারজন ভারতীয় সৈনিক নিহত হয়েছিল। সূত্র : বিবিসি বাংলা
×