ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ক্যারিবীয় যুবারা

সেমিতে ওয়েস্ট ইন্ডিজকেই পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬

সেমিতে ওয়েস্ট ইন্ডিজকেই পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ যুব বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে নিজেদের সেরা সাফল্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে। প্রথমবারের মতো অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল। কিন্তু স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। সে জন্য সেমির লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ দলকেই প্রত্যাশা করেছেন মেহেদী হাসান মিরাজরা। সেই প্রত্যাশা পূরণ করেছে ক্যারিবীয় যুবারা। সোমবার অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফ্ইানালে তারা ৫ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান অনুর্ধ ১৯ দলকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে উমাইর মাসুদের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৭ রান তুলেছিল পাক যুবারা। জবাবে ৫ উইকেট হারিয়ে মাত্র ৪০ ওভারেই ২২৯ রান তুলে সহজ জয় তুলে নেয় ক্যারিবীয়রা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এখন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হবে ক্যারিবীয় যুবারা। টস জিতে আগে নিজেরাই ব্যাট হাতে নেয় পাক যুবারা। কিন্তু শুরুতেই বিপদে পড়ে তারা। ক্যারিবীয় পেসাররা শুরু থেকেই আগুন ঝরিয়েছেন বল হাতে। দুই পেসার চেমার হোল্ডার আর আলজারি জোসেফ চেপে ধরেন পাক টপঅর্ডারকে। আর সে কারণেই সাফল্যটাও এসেছে দ্রুত। শুরু থেকেই রান করতে বেশ সংগ্রামের মধ্যে পড়তে হয়েছে দুই পাক ওপেনারকে। চতুর্থ ওভারের তৃতীয় বলে প্রথম সাফল্য আনেন হোল্ডার। অধিনায়ক জিশান মালিক ফিরে যান (৩)। তখন দলীয় রান মাত্র ৪! শুরুর এই ধাক্কা সামলাতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ৫৭ রানেই ৫ উইকেট খুঁইয়ে বসে চরম বিপদে পড়ে তারা। তবে এরপর শক্ত হাতে হাল ধরেন মাসুদ ও সালমান ফায়াজ। ষষ্ঠ উইকেটে ১৭০ রানের বিশাল জুটি গড়ে দলকে টেনে তোলেন তারা। মাসুদ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। ১১৪ বলে ১৫ চার ও ২ ছক্কায় ১১৩ রান করে যখন ফিরেছেন তখন পাকরা একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে গেছে। সালমান ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৭ রানের সম্মানজনক একটি সংগ্রহ পায় পাকরা। জবাব দিতে নেমে শুরুটাই দুর্দান্ত হয়েছে ক্যারিবীয়দের। গিরডন পোপ শুরু থেকেই চড়াও হোন। তিনি মাত্র ১৮ বলে ২ চার ও ২ ছক্কায় ২৫ রান করে সাজঘরে ফিরলে প্রথম সাফল্য ধরা দেয় পাক শিবিরে। তবে দ্বিতীয় উইকেটে দ্রুতগতিতে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন টেভিন ইমলাচ ও শিমরন হেটমায়ার। দু’জনেই অর্ধশতক হাঁকান। ইমলাচ ৭৬ বলে ৫ চারে ৫৪ রান করে সাজঘরে ফেরেন রানআউটের খপ্পরে পড়ে। হেটমায়ার অবশ্য এর আগেই ফিরে গেছেন মাত্র ৪২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন। এরপর অবশ্য দ্রুত দুটি উইকেট খুঁইয়ে সমস্যায় পড়ে ক্যারিবীয়রা, খেলায় ফেরে পাক যুবারা। কিন্তু শ্যামার স্প্রিঞ্জার ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রান করে বিদায় নেয়ার আগে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। পরের পথটুকু পাড়ি দিতে আর সমস্যা হয়নি জাইড গুলি ও কিমো পলের। ১০ ওভার হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে ক্যারিবীয়রা। উঠে যায় সেমিফাইনালে। তবে সেমিতে শক্ত প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে হবে তাদের। বিশ্বকাপের আগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। স্কোর ॥ পাকিস্তান অনুর্ধ ১৯ ইনিংস- ২২৭/৬; ৫০ ওভার (উমাইর ১১৩, সালমান ৫৮, মহসিন ১৯; হোল্ডার ২/২৬, জোসেফ ১/২৮, জন ১/৩৮)। ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ ইনিংস- ২২৯/৫; ৪০ ওভার (ইমলাচ ৫৪, হেটমায়ার ৫২, স্প্রিঞ্জার ৩৭, গুলি ২৬*, পোপ ২৫, পল ২৪*; সামিম ১/৩২, শফিক ১/৩৫, শাদাব ১/৫৪)। ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ দল ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ উমাইর মাসুদ (পাকিস্তান অনুর্ধ ১৯)।
×