ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোয়াইট হাউজে ওয়াই ফাই সংযোগ পেতে অসুবিধা হয় ওবামার!

প্রকাশিত: ০২:১৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬

হোয়াইট হাউজে ওয়াই ফাই সংযোগ পেতে অসুবিধা হয় ওবামার!

অনলাইন ডেস্ক ॥ এই একবিংশ শতাব্দীতেও আপনি আমিসহ যে কাউকেই ইন্টারনেটের ওয়াই ফাই সংযোগের সমস্যায় পড়তে হতে পারে। এমনকি বিশ্বের সবচে’ ক্ষমতাবান ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও তার বাইরে নন। প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, হোয়াইট হাউজের ভেতরেও এরকম অনেক জায়গা আছে যেখানে ওয়াই ফাই সংযোগ পাওয়া খুব কঠিন। এসব জায়গাকে বলা হয় ডেড স্পট। সম্প্রতি সিবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এই সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াই ফাই সংযোগের এই সমস্যার কারণে তার কন্যা সাশা ও মালিয়া খুবই বিরক্ত। তিনি, বলেন, হোয়াইট হাউজের ভেতরে এরকম অনেক ডেড স্পট আছে। প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল ওবামাও এটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু আসন্ন নির্বাচনের আগে তিনি বলছেন, প্রযুক্তির এই সমস্যা দূর করার জন্যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা
×