ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ভ্রাম্যমান লাইব্রেরীতে বই বিতরণ

প্রকাশিত: ০১:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে ভ্রাম্যমান লাইব্রেরীতে বই বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জ জেলার ৬৯টি ভ্রাম্যমান লাইব্রেরীতে মুক্তিযুদ্ধের বই বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে “মুক্তিযুদ্ধে মুন্সীগঞ্জ-বিক্রমপুর” গ্রহন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। এই সময় শিক্ষাবীদ, রাজনীতিক, এডিসি, ছয়টি উপজেলার ইউএনও এবং জেলার সরকারি সকল প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। বইটির লেখক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ব্যক্তিগতভাবে এই ছাড়াও আজহার হোসেনের লেখা বিক্রমপুরে ইতিহাস বইটি প্রদান করেন। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত হাসান হাফিজুর রহমান স¤পাদিত ১৫ খন্ডের “স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র” বিতর চারটি কলেজ, একটি প্রাচীন লাইব্রেরী ও ছয়টি উপজেলা পরিষদদের মধ্যে বিতরণ করা হয়।
×