ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে পৃথক সড়ক দূঘর্টনায় নিহত দুই

প্রকাশিত: ২৩:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে পৃথক সড়ক দূঘর্টনায় নিহত দুই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দূঘর্টনায় দু’জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বাড্ডায় বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এতে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এ সে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে বাসের আগুন নিভিয়ে ফেলা হয়। এদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকচাপায় আওলাদ হোসেন (৩২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, রবিবার রাত আড়াইটার দিকে কলোনি বাজার রিকশার গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক আওলাদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সোমবার ভোরেরদিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম মোঃ আমিন হোসেন। গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানা এলাকায়।
×