ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কার্ফ নিষিদ্ধ করায় বসনিয়ায় নারীদের প্রতিবাদ

প্রকাশিত: ২০:০৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

স্কার্ফ নিষিদ্ধ করায় বসনিয়ায় নারীদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক ॥ বসনিয়ায় স্কার্ফ নিষিদ্ধ করার প্রতিবাদে দেশটির নারীরা বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেছে। বিবিসির খবরে বলা হয়, প্রায় ২ হাজার নারী সে প্রতিবাদে অংশ নেন। দেশটিতে সরকারি প্রতিষ্ঠানে সমস্ত ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা করা হয়েছে, বিশেষ করে হিজাবের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদিও যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশটির কমিউনিস্ট কর্তৃপক্ষ বসনিয়ায় হিজাব নিষিদ্ধ করে। রাজধানী সারেজেভোতে নারীরা প্রায় ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ মিছিল করে। বিচারিক প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার পক্ষে বসনিয়ার উচ্চ জুডিশিয়াল কাউন্সিল এক রায় প্রদান করলে তার প্রতিবাদে এই মিছিল করা হয়। প্রতিবাদকারী নেতারা বিবিসিকে জানায়, মুসলিম নারীদের অধিকার বঞ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবাদ কর্মসূচির সংগঠক সামিরা জুনিখ ভেলাজিক বিবিসিকে বলেন, এই সিদ্ধান্ত মুসলমানদের সম্মান, ব্যক্তিত্ব এবং পরিচিতির উপর মারাত্মক আঘাত। এর মূল লক্ষ্য মুসলমানদের অধিকার বঞ্চিত করা। বসনিয়ার মুসলিম রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও এই রায়ের সমালোচনা করেন। দেশটির মোট নাগরিকদের মধ্যে ৪০ শতাংশই মুসলমান।
×