ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারক

প্রকাশিত: ১৮:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারক

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নতুন নিয়োগকৃত তিন বিচারপতিকে শপথ করিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তারা হলেন- বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। আজ সোমবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠানে ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা। এর আগে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ তিনজনকে নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় রবিবার গেজেট জারি করে। এই তিন বিচারপতি নিয়োগের ফলে মোট নয়জন বিচারপতি পেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিগত বিএনপি আমলে প্রায়শই আপিল বিভাগে বিচারক নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও একই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে কার্যতালিকায় এক নম্বরে রয়েছেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। মির্জা হোসেন হায়দারের অবস্থান দ্বিতীয়। অন্য দু’জন বিচারকের অবস্থান আরো অনেক নিচে। তবে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি বজলুর রহমানকে বিএনপি সরকার সেসময় স্থায়ী নিয়োগ না দেয়ায় তাদের জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়। তারা স্থায়ী নিয়োগ পেলে বিএনপি আমলে (২০০১ সালে) নিয়োগকৃত বিচারকদের চেয়ে জ্যেষ্ঠতার তালিকায় উপরে থাকতেন। তবে বিচারপতি দস্তগীর হোসেন আপিল বিভাগে নিয়োগ না পাওয়ায় আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেছেন, জ্যেষ্ঠতা লংঘন করলে বিচারকদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। যেহেতু আপিল বিভাগে আরো দুটি পদ শূন্য রয়েছে সেহেতু রাষ্ট্রপতি বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
×