ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোশাক শিল্প খাতে বাণিজ্য বাড়বে ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৮:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পোশাক শিল্প খাতে বাণিজ্য বাড়বে ॥ বার্নিকাট

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পোশাক শিল্প খাতে বাণিজ্য বাড়বে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়টি এ্যাকশন প্ল্যান অগ্রগতির ওপর নির্ভর করবে। রবিবার সামাজিক গণমাধ্যম ফেসবুকে আলাপকালে তিনি এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট ঢাকায় তার কর্মজীবনের এক বছর পূর্তিতে ফেসবুকে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকের মাধ্যমে ঘণ্টাব্যাপী সাধারণ মানুষের সঙ্গে আলাপ করেন। এ সময় একজন নাগরিকের প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় আমদানিকারক হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা আশা করছি দুই দেশের মধ্যে পোশাক শিল্প বাণিজ্য আরও বাড়বে।
×