ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ফেসবুক কিলারের’ যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

‘ফেসবুক কিলারের’  যাবজ্জীবন

শুক্রবার মায়ামির একটি আদালত স্ত্রী হত্যার দায়ে ‘ফেসবুক কিলার’ নামে পরিচিত এক মার্কিনীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। ডেরেক মেডিনা (৩৩) নামের ওই ব্যক্তি স্ত্রীকে হত্যা শেষে রক্তাক্ত ছবি ফেসবুকে প্রকাশ করে। কেবল প্রকাশই নয়, স্ত্রীকে গুলি করে হত্যার কথাও স্বীকার করে। খবর এএফপি’র। মেডিনা নিজ বাড়ির রান্নাঘরে ২০১৩ সালের আগস্টে স্ত্রী জেনিফার আলফনসোকে লক্ষ্য করে আটটি গুলি করে। গত বছর আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তবে আত্মপক্ষ সমর্থন করে মেডিনা জানায়, দীর্ঘদিনের বাগ্বিত-ার সূত্র ধরে জেনিফার ছুরি দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়ার পর সে গুলি ছুড়তে বাধ্য হয়।
×