ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বোমায় নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ নিহত ১০

প্রকাশিত: ০৫:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানে বোমায় নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ নিহত ১০

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সামরিক গাড়িবহরের সামনে এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউিনের শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে চালানো এ হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা। বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে চালানো এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটির মুখপাত্র মুহম্মদ খুরাসানি একটি বিদেশী বার্তা সংস্থাকে জানিয়েছেন তারাই হামলাটি চালিয়েছেন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ শাহ বলেন, “হামলাকারী ফ্রন্টিয়ার কোরের একটি গাড়ির পাশে বাইসাইকেলে ছিল।” বোমার বিস্ফোরণে নিহতদের মধ্যে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের চার সদস্য রয়েছেন বলে জানিয়েছেন বাহিনীটির মুখপাত্র খান ওয়াসি। এছাড়া আহতদের মধ্যে বাহিনীটির আরো ১৫ জন সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরীও আছেন বলে শহরের বেসামরিক হাসপাতালের চিকিৎসক আজব খান জানিয়েছেন।
×