ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিষ্প্রাণ ড্র বেয়ার্ন ও বরুসিয়ার

প্রকাশিত: ০৪:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬

নিষ্প্রাণ ড্র বেয়ার্ন ও  বরুসিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট খুইয়েছে দুই জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বেয়ার্ন। বরুসিয়াকেও গোলশূন্যভাবে রুখে দিয়েছে হার্থা বার্লিন। বেয়ার্ন ও বরুসিয়া দু’দলই খেলেছে প্রতিপক্ষের মাঠে। প্রতিপক্ষের মাঠে আক্রমণভাগের ব্যর্থতার কারণে দুই পয়েন্ট নষ্ট করেছে বেয়ার্ন। ম্যাচের ৮৪ মিনিটে বড় ধাক্কা খায় বাভারিয়ানরা। স্প্যানিশ মিডফিল্ডার জাবি এ্যালানসো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে লীগের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডও হোঁচট খেয়েছে। হার্থা বার্লিনের সঙ্গে তারাও গোলশূন্য ড্র করেছে। ফলে বরুসিয়ার সঙ্গে আগের মতোই আট পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে বেয়ার্ন। ২০ ম্যাচে বেয়ার্নের পয়েন্ট সর্বোচ্চ ৫৩, বরুসিয়ার পয়েন্ট ৪৫। চলতি মৌসুমই বেয়ার্নের হয়ে শেষ ম্যাচে কোচ পেপ গার্ডিওলার। আগামী মৌসুমে তিনি দায়িত্ব নেবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। এ কারণে শেষটা ভাল করতে মুখিয়ে আছেন স্প্যানিশ এই তারকা কোচ।
×