ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শৈশবের নায়কের সান্নিধ্য চান চেলসির বেলজিয়ান তারকা, জোশে মরিনহোকে চিঠি

জিদানে আগ্রহী হ্যাজার্ড

প্রকাশিত: ০৪:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

জিদানে আগ্রহী হ্যাজার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই চেলসির প্রতিনিধিত্ব করছেন ইডেন হ্যাজার্ড। খেলছেনও দুর্দান্ত। গত মৌসুমে ব্লুজরা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার। যদিওবা বর্তমান সময়টা ভাল যাচ্ছে না তার। তবে বেলজিয়ামের এই তারকা ফুটবলার ইতোমধ্যেই যেন চেলসি ছাড়ার ইঙ্গিত দিয়ে ফেলেছেন। আর তার স্বপ্ন জিনেদিন জিদানের পাশে খেলতে। যদিওবা কোচ জিদানের চেয়ে বরং খেলোয়াড় জিদানকেই বেশি পছন্দ তার। এ বিষয়ে ইডেন হ্যাজার্ড বলেন, ‘আমি সবসময়ই তাকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। খেলোয়াড় হিসেবে আমি তাকে খুবই ভালবাসতাম। যদিওবা কোচ হিসেবে তার সম্পর্কে আমার ভাল ধারণা নেই। তবে কোচ হিসেবে শান্তিয়াগো বার্নাব্যুতে তার শুরুটা বেশ ভালই হয়েছে।’ এরপরই ফরাসী কিংবদন্তির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন ২৫ বছর বয়সী হ্যাজার্ড। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই তার সঙ্গে কাজ করতে চাই আমি। আমি যখন ছোট্ট ছিলাম তখন ঘণ্টার পর ঘণ্টা তাকে টেলিভিশন এবং অনলাইনে দেখতাম। জিদানকে নিয়ে সবসময়ই কথা বলি আমি।’ তাহলে কী ব্লুজদের ছেড়ে রিয়াল মাদ্রিদেই ঠিকানা গড়তে যাচ্ছেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার? তবে সে বিষয়ে এখনই কোন কথা বলতে চান না তিনি। বরং বর্তমান চুক্তি পর্যন্ত চেলসিতেই খেলার ইচ্ছে তার। এ বিষয়ে হ্যাজার্ড বলেন, ‘চেলসি সঙ্গে এখনও চুক্তি রয়েছে আমার এবং এখানেই নিজেকে সুখী অনুভব করছি। তাই এটাও সুস্পষ্ট করে বলতে চাই যে এ নিয়ে কোন ইস্যু তৈরির সুযোগ নেই।’ ২০২০ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি রয়েছে হ্যাজার্ডের। কিন্তু তার বিষয়ে না কি আরও আগে থেকেই কথা বলছে জিদান। এ বিষয়ে বেলজিয়ান তারকা বলেন, ‘গত কয়েক বছর আগে থেকে এখনও আমার সঙ্গে কথা বলছে সে। আর এটাই প্রমাণ করে যে এখন ভাল খেলছি আমি। তার মতো কারও কাছ থেকে প্রশংসা পাওয়াটা সত্যিই বেশ সম্মানের। কিন্তু আমি সে বিষয়ে খুব ভাবছি না। প্রশংসা পাওয়ার অনুভূতিটা বেশ ভাল হলেও আমি মূলত ফুটবলেই মনোযোগ দিতে চাই।’ চেলসির কোচ জোশে মরিনহোর কাছে ক্ষমা চেয়েছেন ইডেন হ্যাজার্ড। মূলত নিজের বাজে পারফর্মেন্সকে দায়ী করেই এক বার্তায় স্পেশাল ওয়ানের কাছে ক্ষমা চান ব্লুজদের এই বেলজিয়ান তারকা। ইংলিশ প্রিমিয়ার লীগে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয় চেলসি। আর তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইডেন হ্যাজার্ডের। তবে ২০১৫-১৬ মৌসুমে একেবারেই নিষ্প্রভ চেলসি। মাঠের পারফর্মেন্সে যেন খোঁজেই পাওয়া যায়নি ইডেন হ্যাজার্ডকে। দলের সেরা তারকা হওয়া সত্ত্বেও এই মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে একটি মাত্র গোল করতে সক্ষম হয়েছেন হ্যাজার্ড। যা খুবই দুঃখজনক বিষয়। মরিনহোর কাছে বার্তা সম্পর্কে হ্যাজার্ড বলেন, ‘আমি মরিনহোকে একটি বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছি। আসলে তার চলে যাওয়ার পেছনে আমার দুর্বল পারফর্মও দায়ী। গত মৌসুমে আমরা দুর্দান্ত সময় পার করেছিলাম।’ এ সময় হ্যাজার্ড আরও বলেন, ‘আমি গত মৌসুমে সেরা ফুটবলার হয়েছিলাম। কিন্তু এবার খুবই খারাপ করেছি। যার কারণে দলের বাজে সময় কেটেছে আমাদের। আর ব্লুজদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহোকেও চলে যেতে হয়েছে।’
×