ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে আরেকটি ফুটবল একাডেমি

প্রকাশিত: ০৪:২৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে আরেকটি ফুটবল একাডেমি

স্পোর্টস রিপোর্টার ॥ সরকারের কাছ থেকে লিজ নিয়েও সিলেট বিকেএসপিতে এখনও পরিপূর্ণভাবে একাডেমি তৈরি করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি বেসরকারী প্রতিষ্ঠানকে এ একাডেমি পরিচালনার দায়িত্ব দিতে যাচ্ছে বাফুফে। তবে দেশের ফুটবলের জন্য নতুন সুখবর হচ্ছেÑ সরকারী পৃষ্ঠপোষকতায় একটি অত্যাধুনিক ফুটবল একাডেমি তৈরির চেষ্টা চলছে। ইতোমধ্যে জমি খোঁজাও শুরু হয়েছে। এ একাডেমির জমি খুঁজতে গত শনিবার গোপালগঞ্জ গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের শীর্ষ কজন কর্মকর্তা। সঙ্গে ছিলেন বাফুফের সদস্য এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ইলিয়াস হোসেন। গোপালগঞ্জ শহরের পাশেই বেদগ্রামে একটি জায়গা পছন্দ করেছেন ক্রীড়া প্রশাসনের কর্মকর্তারা। প্রায় ২০ বিঘার মতো জায়গা আছে, যা ব্যক্তি মালিকানাধীন। ‘জায়গাটা অনেক সুন্দর। বেশি ভরাটেরও প্রয়োজন হবে না। সবার জায়গাটা পছন্দ হয়েছে। এখন ওই জায়গাটা কিনতে হবে। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আশ্বাস পাওয়া গেছে। শীঘ্রই ওই জায়গা ক্রয়ের উদ্যোগ নেয়া হবে।’ বলেছেন ইলিয়াস হোসেন।
×