ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এডিপি বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়াতে হবে ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

এডিপি বাস্তবায়নে টেকসই সক্ষমতা বাড়াতে হবে ॥ পরিকল্পনামন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এডিপির আকার মাত্র সাত বছরে ২১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমান অর্থবছরে এক লাখ তিনশ’ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশাল বাজেটের এডিপির বাস্তবায়নে সক্ষমতা বাড়াতে হবে। টিমওয়ার্কের মাধ্যমে আমাদের টেকসই সক্ষমতা গড়ে তুলতে হবে। আমাদের সামনে অগ্রগতির বিদ্যমান সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, সুযোগ বারবার আসে না। সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশে^র ২৩তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। মন্ত্রী রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৬তম কনভেনশন উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নের জন্য গুণগত প্রকৌশল বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রকৌশলীরা হচ্ছেন স্বপ্ন বাস্তবায়নের কারিগর। কোন কিছু অর্জন করতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। গোটা জাতি আপনাদের দিকে চেয়ে আছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো বিশেষ করে রাজধানীর ট্রাফিক জ্যাম ও গণপরিবহনসহ বিদ্যমান বিভিন্ন বিষয়ে সকলকে উদ্যোগী হতে হবে। প্রয়োজনে এক সঙ্গে বসে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সময়ের বিবর্তনে পৃথিবীর অনেক কিছুই বদলে যায়। অনেক কিছু বদলাতে হয়। দুই শতাব্দী আগেও ২০ জন মানুষের মুখের আহার যোগাতে ১৯ জন মানুষকে শ্রম দিতে হতো। সেদিন পাল্টে গেছে।
×