ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন মাস্টার পুনর্বহাল দাবি

প্রকাশিত: ০৩:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬

গফরগাঁওয়ে ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন মাস্টার পুনর্বহাল দাবি

নিজস্ব সংবাদদাতা, গফরগঁাঁও, ৭ ফেব্রুয়ারি ॥ ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথের ময়মনসিংহের ধলা রেল স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন মাস্টার পুনর্বহালের দাবিতে রবিবার সকালে এলাকাবাসী দুটি ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ও দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন দুটির যাত্রীরা দুর্ভোগে পড়ে। প্রায় চল্লিশ মিনিট এলাকাবাসী ট্রেন দুটি অবরোধ করে রাখে। পরে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গফরগাঁও, ত্রিশাল ও ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ট্রেনের যাত্রা নির্বিঘœ করে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি ধলা রেল স্টেশনের মাস্টার আশরাফ চৌধুরীকে উর্ধতন কর্তৃপক্ষ স্টেশনটি অলাভজনক হওয়ায় তা বন্ধ করে দিয়ে অন্যত্র বদলি করেন। ফলে এ স্টেশন থেকে যাত্রীদের বিনা টিকেটে ভ্রমণ করতে হচ্ছে। এ ছাড়া ময়মনসিংহের মৎস্য ভা-ার হিসেবে খ্যাত ধলা অঞ্চলের হ্যাচারিগুলো কেন্দ্র করে গড়ে ওঠা কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হুমকির সন্মুখীন বলে জানায় হ্যাচারি মালিকদের সংগঠন।
×