ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা দ্বিতীয় পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৫. উপসর্গের প্রধান কাজ কী? ক) শব্দ গঠন করা খ) শব্দকে সংকোচিত করা গ) শব্দকে সম্প্রসারণ করা ঘ) শব্দের উৎস নির্দেশ করা ২৬. আকাক্সক্ষা, আসত্তি, যোগ্যতা-বাক্যের কী? ক) অংশ খ) উপাদান গ) গুণ ঘ) প্রকারভেদ ২৭. বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা হয়েছে? ক) প্রথম খ) দ্বিতীয় গ) তৃতীয় ঘ) চতুর্থ ২৮. আধিক্য অর্থে দ্বিররুক্ত হয়েছে কোনটিতে? ক) জ্বর জ্বর খ) শীত শীত গ) ধামা ধামা ঘ) টক টক ২৯. বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে? ক) কমা খ) ড্যাস গ) হাইফেন ঘ) সেমিকোলন ৩০. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ক) কলমের সাহায্যে খ) ঠোঁটের সাহায্যে গ) ফুসফসের সাহায্যে ঘ) বাগযন্ত্রের সাহায্যে ৩১. ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’ - এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ হলো - ক) বিশশাশ্ খ) পকক গ) দনদো ঘ) তিববত ৩২. শিশু, সন্তান, ডাক্তার কোন লিঙ্গের উদাহরণ? ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ গ) উভয়লিঙ্গ ঘ) ক্লীবলিঙ্গ ৩৩. ‘দুর্লভ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী? ক) দুর + লভ খ) দুঃ + লভ গ) দুর + অলভ ঘ) দুঃ + অর্লভ ৩৪. আমাদের নিকট বাংলা কী ধরনের ভাষা? ক) মনের ভাষা খ) দেশের ভাষা গ) মুখের ভাষা ঘ) মাতৃভাষা ৩৫. একই ধরনের পদ প্রকাশের ক্ষেত্রে বিরতিচিহ্ন বসে কোনটি? ক) হাইফেন খ) কোলন গ) দাঁড়ি ঘ) সেমিকোলন ৩৬. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে - ক) সন্ধি খ) স্বরসন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) বিসর্গ সন্ধি ৩৭. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়? ক) পাঁচটি খ) তিনটি গ) চারটি ঘ) ছয়টি ৩৮. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী? ক) চলিত খ) সাধু গ) মিশ্র ঘ) সবগুলোই ৩৯. শব্দের প্রাণ হচ্ছে- ক) অর্থ খ) অনর্থ গ) দ্ব্যর্থ ঘ) বহুর্থ ৪০. অভিধান মানেই কী? ক) শব্দের ভা-ার খ) বর্ণ সম্ভার গ) শুদ্ধতার প্রতীক ঘ) ভাষার প্রতীক ৪১. যে নির্দিষ্ট নিয়মে শব্দ বিন্যাস করে বাক্য গঠন করা হয় তাকে কী বলে? ক) আকাক্সক্ষা খ) আসত্তি গ) পদক্রম ঘ) যোগ্যতা ৪২. বিদেশি ধাতু কোনটি? ক) ছাষ্ খ) টান্ গ) গড্ ঘ) বুধ্ ৪৩. কোথায় সেমিকোলন বসে? ক) সম্বোধনের পরে খ) যৌগিক বাক্যে গ) খ-বাক্যে ঘ) বিস্ময় প্রকাশে ৪৪. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পরি + ইক্ষা খ) পরি + ঈক্ষা গ) পরী + ক্ষা ঘ) পরী + ঈক্ষা ৪৫. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? ক) ক, খ, গ খ) চ, ছ, ঝ গ) ট, ঠ, ড ঘ) প, ফ, ব ৪৬. পিতা যখন আছে তখন পুতকে খোঁজ কেনÑ এটি কোন ধরনের বাক্য? ক) জটিল বাক্য খ) যৌগিক বাক্য গ) সরল বাক্য ঘ) নির্দেশক বাক্য ৪৭. শব্দের অর্থের পরিবর্তন ঘটে- ক) নানা কারণে খ) একক কারণে গ) দুটি কারণে ঘ) কোনো কারণে ৪৮. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? ক) কমা খ) সেমিকোলন গ) দাঁড়ি ঘ) উদ্ধরণচিহ্ন ৪৯. অভিধানে শব্দের পরে ‘বিণ’ থাকলে বোঝা যায় শব্দটি- ক) বিশেষ্য খ) বিশেষণ গ) বিকৃত ঘ) বিশেষ ৫০. এক শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে? ক) দ্বিরুক্তি খ) বক্র গ) অনুসর্গ ঘ) উপসর্গ সঠিক উত্তর : ১. (গ) ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (গ) ২০. (গ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×