ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

প্রকাশিত: ০৩:২৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬

সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালার  উদ্বোধন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ‘রাষ্ট্র চলবে বাংলায় না চলা অন্যায়‘ সেøাগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ। আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা সম্মিলিতভাবে উদ্বোধন করবেন ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক, ভাষাসৈনিক অধ্যাপক ড. শরীফা খাতুন, ভাষাসৈনিক অধ্যাপক ফুল হোসেন, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা করবেন সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন ফোরামের নেতারা। স্বাগত বক্তব্য রাখবেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ নিবেদন, এক মিনিট নীরবতা পালন, জাতীয় সঙ্গীত ও একুশের গান। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকছে একুশের চেতনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে আজ সোমবার থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ১৮ থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত ধানম-ি রবীন্দ্রসরোবর মঞ্চে এ অনুষ্ঠান চলবে।
×