ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা-মা

প্রকাশিত: ২২:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজদিখানে ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা-মা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের নেশাখোর ছেলেকে রবিবার পুলিশের হাতে সোপর্দ করেছে বাবা-মা। পুলিশ জানায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে অটো রিক্সাচাল শেখ আলী আজগরের ছোট পুত্র আল-আমীন (২৫) মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হওয়ায় পরিবারের প্রতি দীর্ঘদিন ধরে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আল-আমীনের অত্যাচারে অতিষ্ট স্ত্রী নাছরিন একমাত্র মেয়ে সন্তান তানহাকে (৫) রেখে কয়েকমাস আগেই বাপের বাড়ি চলে যায়। রবিবার সকালে আল-আমীন নেশার টাকা চাইতে বাবা-মায়ের নিকট চাপ প্রয়োগ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাকে মারধরের করার চেষ্টাকালে মা ও ভাই বাধা দেয়ার বড় ভাইয়ের হাত জখম করে দেয় সে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আল-আমীনকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। সিরাজদিখান থানার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মাদকের মামলার পর আল-আমীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
×