ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রেন অবরোধ, জন বিক্ষোভ

প্রকাশিত: ২১:২২, ৭ ফেব্রুয়ারি ২০১৬

ট্রেন অবরোধ, জন বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও॥ ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথের ময়মনসিংহের ধলা রেল স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি ও স্টেমন মাষ্টার পুর্নবহালের দাবিতে রবিবার সকালে এলাকাবাসী দুটি ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ও দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন দুটির যাত্রীরা দুর্ভোগে পড়ে। প্রায় চল্লিশ মিনিট এলাকাবাসী ট্রেন দুটি অবরোধ করে রাখে। পরে গফরগাঁও সার্কেলের সহকারি পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে গফরগাাঁও,ত্রিশাল ও ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে ট্রেনের যাত্রা নির্বিগ্ন করে। রেলওয়ে ও স্থানীয় সুত্রে জনা যায়, গত ২৮ জানুয়ারি ধলা রেল স্টেশনের মাষ্টার আশরাফ চৌধুরীকে উর্ধ্বতন কতৃপক্ষ স্টেশনটি অলাভজনক হওয়ায় তা বন্ধ করে দিয়ে অন্যত্র বদলি করেন। ফলে এ স্টেশন থেকে যাত্রীদের বিনা টিকেটে ভ্রমন করতে হচ্ছে। এছাড়া ময়মনসিংহের মৎস ভান্ডার হিসেবে খ্যাত ধলা অঞ্চলের হ্যাচারিগুলো কেন্দ্র করে গড়ে ওঠা কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হুমকির সন্মুখীন বলে জানায় হ্যাচারী মালিকদের সংগঠন। ট্রেনের যাত্রা বিরতিতে আন্দোলনরত এলাকাবাসী রেলওয়ের উর্ধ্বতন কর্তপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানসহ বিক্ষোভ সমাবেশ থেকে সমস্যা সমাধানে সাত দিনের সময় নির্ধারন করে রেলপথ অবরোধ কর্মসুচীর ঘোষনা দেয়। বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, সংশ্লিষ্ট স্টেশন এলাকার ভুক্তভোগী জনগনের কথা চিন্তা করে বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×