ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগ্রাসী সেনাদের কফিনে ফেরত পাঠানোর হুমকি সিরিয়ার

প্রকাশিত: ১৮:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬

আগ্রাসী সেনাদের কফিনে ফেরত পাঠানোর হুমকি সিরিয়ার

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের প্রতি হুশিয়ারি উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অলিদ আল-মুয়াল্লেম বলেছেন, সিরিয়া সরকারের অনিচ্ছায় বিদেশি সেনারা সিরিয়ায় প্রবেশ করলে তাদের কাঠেন কফিনে করে বাড়িতে ফেরত পাঠনো হবে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা চাইলে সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাবে সৌদি আরব, রিয়াদের এমন ঘোষণার একদিন পর শনিবার এক সংবাদ সম্মেলনে মুয়াল্লেম এ হুশিয়ারি উল্লেখ করেন। তিনি বলেন, সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়া সিরিয়ায় কোনো ধরনের স্থল অভিযান আগ্রাসন বলে গন্য হবে যা সিরিয়ার প্রত্যেকটি নাগরিক প্রতিবাদ করবেন। তিনি বলেন, আমি দু:খের সাথে বলছি যে কেউ যদি আগ্রাসী হয়ে স্থল অভিযানে অংশ নিতে চায় তবে তাদের কাঠের কফিনে দেশে ফেরত পাঠানো হবে। এক ঘণ্টার সংবাদ সম্মেলনে এই লাইনটি তিনবার উচ্চারণ করেন মুয়াল্লেম। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আইএস দমনের নামে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো। একই অজুহাতে হামলা চালাচ্ছে রাশিয়াও। কিন্তু এরপরও সেখানে বিদ্রোহী, ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সঙ্গে সিরিয়ার সরকারের প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হচ্ছে না। এই সংকট সমাধানে সম্প্রতি রিয়াদের পক্ষ থেকে বলা হয়, অচলাবস্থা নিরসনে সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত সৌদি আরব ।
×