ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার রকেট ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত: ১৮:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

দূরপাল্লার রকেট ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক ॥ দূরপাল্লার একটি রকেট ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার এটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রকেটটি স্যাটেলাইট বা উপগ্রহবাহী বলে দাবি করেছে উত্তর কোরিয়া। রয়টার্সের খবরে বলা হয়, সম্প্রতি মহাকাশে পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষপণে জাতিসংঘকে অবহিত করে উত্তর কোরিয়া। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনে করে অনেক রাষ্ট্রই এর বিরোধিতা করে। প্রাথমিকভাবে ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেট উৎক্ষেপণের সময় নির্ধারণ করে উত্তর কোরিয়া। পরবর্তী সময়ে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নতুন সময় নির্ধারণ করা হয়। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের খবরে বলা হয়, রকেটটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মধ্য দিয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে রকেট ছোড়াকে একেবারে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন। গত মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘসহ কয়েকটি রাষ্ট্র এমন দাবির বিষয়ে সংশয় প্রকাশ করে।
×