ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৬:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

সাধারণ বিজ্ঞান

১. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়? ক) রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় খ) লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায় গ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ২. ফসলের ধরন পরিবর্তন করে কোনটি করা যায়? ক) দূষণ খ) দূষণ রোধ গ) উর্বরতা বৃদ্ধি ঘ) রাশিয়া ৩. ভিটামিন এ এর অভাবজনিত রোগ- র. সর্দি, কার্শি রর. ঘা, গলাব্যথা ররর. লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. হৃৎপিন্ড বেষ্টিত থাকে কোন পর্দা দ্বারা? ক) এপিকার্ডিয়াম খ) পেরিকার্ডিয়াম গ) এপিথেলিয়াম ঘ) এন্ডোকার্ডিয়াম ৫. নিচের কোনটি থায়ামিনের (ই১) উৎস? ক) ঢেঁকিছাটা চাল খ) অঙ্কুরিত বীজ গ) কচি ডগা ঘ) ডিমের কুসুম ৬. মাটির ঢ়ঐ-এর মান কত হলে যব ভাল উৎপাদন হয়? ক) ৫ খ) ৬ গ) ৭ ঘ) ৮ ৭. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? ক) ৪০-৮০ খ) ৫০-৯০ গ) ৬০-১০ ঘ) ৭০-১০ ৮. ফসফরাস কোথায় সঞ্চিত থাকে? ক) অস্থিমজ্জায় খ) প্লীহায় গ) লোহিত কণিকায় ঘ) যকৃৎ ও রক্তরসে ৯. রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র- ক) স্টেথোস্কোপ খ) স্ফিগমোম্যানোমিটার গ) ব্যারোমিটার ঘ) ল্যাকটোমিটার ১০. কোনটি স্নেহ জাতীয় খাদ্যের উৎস? ক) আখ খ) মটর গ) মিষ্টি কুমড়া ঘ) চিনাবাদাম ১১. কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে? ক) ছত্রাক খ) টক্সিন গ) শৈবাল ঘ) রিবোক্সিন ১২. মেয়েদের শরীরে বয়ঃসন্ধিকালে বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ১৩. কোনটি ক্ষার ধর্মী? ক) পেঁয়াজ খ) রসুন গ) মরিচ ঘ) বীট ১৪. শর্করার পুষ্টিগত গুরুত্ব হলো- র. শর্করা দহনে ৪.১ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে রর. শর্করা থেকে লিপিড ও প্রোটিন সংশ্লেষণ হয় ররর. নিউক্লিয় এসিড গঠনে অংশ নেয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. কোন সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করা উচিত? ক) শীতের দিনে খ) বৃষ্টির দিনে গ) প্রখর রোদে ঘ) বর্ষাকালে ১৬. সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদনকারী খাদ্য কোনটি? ক) ছানা খ) মুরগির ডিম গ) খাসির মাংস ঘ) রুই মাছ ১৭. রক্তরস-বর্ণের? ক) লাল খ) হলুদ গ) কমলা ঘ) গোলাপী ১৮. বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষ ও নারীর শরীর পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু“হয়? ক) ৭ বছর হতে খ) ৮ বছর হতে গ) ৯ বছর হতে ঘ) ১০ বছর হতে ১৯. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি? ক) অ্যালনিন খ) পি-৪৯ গ) ফাইব্রেয়ন ঘ) টিটিন ২০. ফসফরিক এসিড- র. একটি দুর্বল এসিড রর. সার তৈরিতে ব্যবহৃত হয় ররর. অ্যামোনিয়াম ফসফেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- র. প্রতিটিই পানি উপর নির্ভরশীল রর. পানির সঙ্গে সম্পর্কিত নয় ররর. প্রভৃতির ন্যায় পানিও মানুষের মৌলিক অধিকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. কার্পাস ফলের বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়ার নাম কী? ক) কার্ডিং খ) জিনিং গ) স্পিনিং ঘ) ব্লেন্ডিং সঠিক উত্তর: ১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ক) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (খ)
×