ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ইরানী চলচ্চিত্র উৎসব

প্রকাশিত: ০৪:২৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬

শিল্পকলায় ইরানী চলচ্চিত্র উৎসব

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আজ রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ইরানী চলচ্চিত্র উৎসব। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৩৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুই দফায় মোট ৮টি ইরানী চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব উপলক্ষে গত শুক্রবার বিকেলে বিএমএ মিলনায়তনে ‘ইরানের ইসলামী বিপ্লবের লক্ষ্য ও অর্জন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই দিনই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ মূসা হোসেইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আমাদের সময় ডটকমের নির্বাহী সম্পাদক রাশিদুল ইসলাম। আলোচক ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
×