ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ইস্যুতে জাতীয় কনভেনশন আয়োজন করুন ॥ বাবলু

প্রকাশিত: ০৪:১৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় ইস্যুতে জাতীয় কনভেনশন আয়োজন করুন ॥ বাবলু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, সরকার পরিবর্তনের অগণতান্ত্রিক প্রথা বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধসহ দেশের উন্নয়ন প্রক্রিয়া এবং কিছু জাতীয় ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এসব প্রক্রিয়া নির্ধারণে সব নিবন্ধিত দলকে নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রামের সাংবাদিকদের জন্য যে কোন জনকল্যাণমূলক কর্মকা-ে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতায় প্রেসক্লাবের সফলতা কামনা করেন। শহীদ মিনার উদ্বোধন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জাতীয় শহীদ মিনারের আদলে তৈরি চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে নবনির্মিত শহীদ মিনার শনিবার সকালে উদ্বোধন করা হয়। সংসদ সদস্য আব্দুল ওদুদ এটি উদ্বোধন করেন। পরে কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান প্রমুখ। ৬৫ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৬ ফেব্রুয়ারি ॥ কালকিনি উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের ৬৫টি পরিবারের মাঝে শনিবার বিকেলে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মাদারীপুর পল্লীবিদ্যুত সমিতির কালকিনি জোনাল অফিসের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×