ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি এখন জঙ্গীবাদের কারখানা ॥ ইনু

প্রকাশিত: ০৪:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি এখন জঙ্গীবাদের কারখানা ॥ ইনু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া সব লজ্জা ফেলে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে জঙ্গীবাদের আশ্রয় নিয়েছেন। আগুন সন্ত্রাসী নাশকতাকারী বিএনপি জামায়াত গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশকে নিরাপদ রাখতে জঙ্গীবাদের উৎখাত, নিজস্ব শক্তিতে দেশের উন্নয়ন, দুর্নীতি-বৈষম্যহীন সামজ গঠন এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধে চলছে। যারা খুনী ও জঙ্গীবাদের আশ্রয় দেয় তাদের ছুড়ে ফেলতে পারলে বাংলাদেশ নিজের পথে এগিয়ে যাবে। তথ্যমন্ত্রী শনিবার বিকেলে বগুড়া জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাই বিএনপি এখন সন্ত্রাসী দল ও গণতন্ত্রের জন্য অনুপযুক্ত এবং জঙ্গীবাদের কারখানায় রূপান্তরিত হয়েছে। বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি,কেন্দ্রীয় নেতা করিম শিকদার, আব্দুল হাই তালুকদার, এবিএম জাকিরুল হক টিটন, এমদাদুল হক এমদাদসহ কেন্দ্রীয় ও জেলা জাসদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মির্জাপুরে দুই ছাত্র হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ ফেব্রুয়ারি ॥ মির্জাপুরে দুই স্কুলছাত্র হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। এ ছাড়া ঘটনার নয় দিন পরও ওই এলাকায় আতঙ্ক কাটেনি। নিহতদের পরিবারে চলছে এখনও শোকের মাতম। এ ছাড়া নিহতদের শিক্ষা প্রতিষ্ঠানের আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত স্কুলে যাচ্ছে না বলে জানা গেছে। শনিবার চরচৌহাট গ্রামে গিয়ে জানা যায়, নিহত শাকিল ও ইমরানের বাড়ি পাশাপাশি। দুই বাড়ির পরিবেশ একেবারেই নিস্তব্ধ। ইমরানের মা সুফিয়া বেগম শোকে কাতর হয়ে আশপাশের বাড়ি এবং আত্মীয়দের বাড়িতে ঘুরে বেড়ান। শাকিলদের বাড়িতে যাওয়ার পর দেখা যায় তার মা জোসনা বেগম হাউমাউ বিলাপ করছেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে হাত চাপড়াতে থাকেন। তিনি বলেন, আমার ছেলেকে তো আপনেরা ফেরত দিতে পারবেন না। কিন্তু খুনীদের যেন বিচার হয়। তিনি জানান, গত ২৭ জানুয়ারি বিকেল তিনটায় ইমরান ও শাকিল বাড়ি থেকে বের হওয়ার পর ইমরানের চাচাত ভাই মিল্টন তাদের বাড়ি এসে শাকিল কোথায় জানতে চায়। কারণ জানতে চাইলে মিল্টন পার্শ্ববর্তী কালিয়াকৈর যাবে বলে জানায়। এ জন্য শাকিলকে দিয়ে সাইকেলযোগে মিল্টনকে পার্শ্ববর্তী গুমগ্রাম বাজারে রেখে আসতে হবে। শাকিল ও ইমরানের স্কুল বালিয়া ব্র্র্যাক শিশু নিকেতনের শিক্ষক রোকেয়া আক্তার জানান, চতুর্থ শ্রেণীতে ২৪ জন শিক্ষার্থী রয়েছে। তারা দুজন মারা যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ২৯ জানুয়ারি মির্জাপুর উপজেলার ময়ূরভাঙ্গা গ্রামের একটি লেবুখেত থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র শাকিল ও ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।
×