ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এমপিওভুক্তির দাবীতৈ আন্দোলনে নামছেন ননএমপিও শিক্ষকরা

প্রকাশিত: ২৩:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

এমপিওভুক্তির দাবীতৈ আন্দোলনে নামছেন ননএমপিও শিক্ষকরা

অনলাইন রিপোর্টার ॥ আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে তারা এ আন্দোলনে যাচ্ছেন। দাবি আদায় না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন ও ২২ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্ট পদে নিয়োগপ্রাপ্ত নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। এতে পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা জানান, আমরা বৈধভাবে নিয়োগ পেয়েও ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রের জন্য পাঁচ বছর ধরে এমপিওভুক্ত হতে পারছি না। ওই পরিপত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পরিশোধ করার কথা বলা হয়েছে। এই পরিপত্র বাতিলের দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে স্মাকরলিপি প্রদানসহ আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
×