ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শতবর্ষী সরকারি স্কুলে নেই শহিদ মিনার

প্রকাশিত: ২৩:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

শতবর্ষী সরকারি স্কুলে নেই শহিদ মিনার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সুরম্য অট্টলিকা ভবনের ১০২ বছরের ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজো নির্মিত হয়নি কোন শহিদ মিনার। ফলে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা আজো শহিদের স্মরণে পালন করতে পারেনি কোন কর্মসূচী। এনিয়ে এলাকার সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার ৩৩নং গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে, ১৯১৪সালে প্রতিষ্ঠিত ওই স্কুলটিতে স্থায়ীভাবে আজো নির্মিত হয়নি কোন শহিদ মিনার। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের গুরুত ছড়িয়ে দিতে স্থায়ী শহিদ মিনার নির্মানের জন্য আজো কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষকেরা জানান, দখলদার তার দখল ছেড়ে দিলেই ওই সম্পত্তিত্বে স্থায়ী শহিদ মিনার নির্মান করা হবে। স্কুলের সম্পত্তি থেকে অবৈধ দখলদার মুক্ত করার জন্য ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুলের শিক্ষকেরা সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
×