ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩৪ বিসিএস ক্যাডারবঞ্চিত প্রার্থীদের আন্দোলন, আটক ৩

প্রকাশিত: ২৩:০৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

৩৪ বিসিএস ক্যাডারবঞ্চিত প্রার্থীদের আন্দোলন, আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ ৩৪তম বিসিএস উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থীরা চাকরির নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে। শনিবার সকালে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখালে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে আন্দেলনকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শ্যামল চন্দ্র সাহা, নূর ইসলাম নূর ও মঈনুল ইসলাম। আন্দোলনকারীদের একজন জানান, সব অসঙ্গতি দূর করে ৩৪ তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২ টি শূন্যপদ ৩৫ তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে তারা এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। রমনা ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহীম খান আটকের সত্যতা নিশ্চত করেছেন। আটকের প্রায় তিন ঘন্টা পর শাহবাগ থানা পুলিশ সাদা কাগজে স্বাক্ষর রেখে আটকৃতদের ছেড়ে দেয়।
×