ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী ঝড়ে পড়ার রোধে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষার্থী ঝড়ে পড়ার রোধে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা-এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ঝড়ে পড়ার কারণ ও রোধকল্পে দিনব্যাপী শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার আজহার আলী, সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল প্রমুখ। কর্মশালায় জেলার ৫ উপজেলার ইউএনও, শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, কলেজ অধ্যক্ষ, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, এনজিওকর্মীরা অংশ নেয়। কর্মশালায় শিক্ষার্থী ঝড়ে পড়ার কারণ ও এসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের রোধকল্পে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরার পাশাপাশি সুপারিশমালা প্রণয়ন করা হয়।
×