ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে দু’দিন ব্যাপি গালর্স গাইড ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:২২, ৬ ফেব্রুয়ারি ২০১৬

দুর্গাপুরে দু’দিন ব্যাপি গালর্স গাইড ক্যাম্প এর সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদাদাতা, দুর্গাপুর(নেত্রকোণা) ॥ নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের আয়োজনে ২দিন ব্যাপি গার্লস গাইড সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে। ২ দিন ব্যাপি অনুষ্ঠানে উপজেলার ৮টি স্কুল থেকে ১৩৫ জন গালর্স গাইড উপস্থিত থেকে বিভিন্ন মহড়া, ক্যাম্প ফায়ার তাবু নির্মাণ সহ ৮টি স্কুলই আলাদা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । মাঘের শীতে উন্মুক্ত মাঠে শত শত অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রানবন্ত করে তোলে। উপজেলা গালর্স গাইড এসোসিয়েশনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া গুলশান আরা‘র সভাপতিত্বে গালর্স গাইডদের প্রতি সমাপনি দিনে নির্দেশনা মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গালর্স গাইডের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার সায়েদা হোসেন চৌধুরী,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, কলমাকান্দা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরে আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিরউদ্দিন, প্রধান শিক্ষিকা সুরভী মান্দা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা প্রমূখ। পরিশেষে মশাল ও শত শত মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
×