ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিশুপার্কের সামনে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২১:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

শিশুপার্কের সামনে উচ্ছেদ অভিযান

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার শাহবাগে শিশুপার্কের সামনে থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চােলিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।শনিবার দুপুরে ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সিটি করপোরেশনের দু’টি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন, শাহবাগের এই এলাকায় যতো দোকানপাট রয়েছে, সবগুলোই অবৈধভাবে গড়ে উঠেছে। একটা পার্কের সামনে এভাবে সৌন্দর্য নষ্ট করে দোকানপাট-হকার থাকতে পারে না। এর আগেও দু’বার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু অভিযান শেষ হতেই সবাই আবার ফিরে এসেছেন। তিনি জানান, এই এলাকা থেকে দোকানপাটসহ মালামাল সরিয়ে নিতে দু’দিন ধরে মাইকিং করা হয়েছে। তারপরও এতে কেউ কান দেননি। এজন্য উচ্ছেদ ‍অভিযান শুরু করা হয়েছে।
×