ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর ফাঁকির মামলা থেকে নেইমারের মুক্তি

প্রকাশিত: ১৯:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৬

কর ফাঁকির মামলা থেকে নেইমারের মুক্তি

অনলাইন ডেস্ক ॥ ব্রাজিলে আপাতত কর ফাঁকির মামলা থেকে বেঁচে গেলেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিল অধিনায়কের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়নি আদালত। দেশটির রাজস্ব বিভাগ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, তাই মামলা নেয়া হয়নি বলে গত বৃহস্পতিবার দেশটির এক বিচারক জানান। নেইমারের বিরুদ্ধে কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগ এনে মামলার সুপারিশ করেছিল ব্রাজিলের সরকারি আইনজীবীরা। বিচারক মাতেউস কাসতেলো ব্রাঙ্কো ফিরমিনো দা সিলভা বলেন, 'ফেডারেল সুপ্রিম কোর্ট মনে করছে, কর কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কর মামলার অভিযোগ গ্রহণ সম্ভব নয়।' আদালতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান দেশটির সরকারি আইনজীবীরা।
×