ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বইমেলার আজকের সকাল শিশুদের

প্রকাশিত: ১৮:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

বইমেলার আজকের সকাল শিশুদের

অনলাইন ডেস্ক ॥ আজ ৬ ফেব্রুয়ারি শনিবার বইমেলার দ্বিতীয় শিশুপ্রহর। গতকাল শুক্রবারও ছিল প্রথম শিশুপ্রহর। বইমেলায় শিশুরা যেন স্বাচ্ছন্দ্যে ঘুরে-ফিরে বই কিনতে পারে এজন্য শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। আজ শনিবার মেলা শুরু হবে সকাল ১১টায় এবং বেলা ১টা পর্যন্ত শিশুদের জন্য মেলার দুয়ার খোলা থাকছে।এরপর মেলা সকলের জন্য উন্মুক্ত। শেষ হবে রাত ৮টায়। শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আলম সবুজ, অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং অপরেশ কুমার ব্যানার্জী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল চারটায় বইমেলার মূলমঞ্চে বাংলা একাডেমির হীরকজয়ন্তী: ফোকলোর কর্মসূচি, অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ড. ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করবেন অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, শাহিদা খাতুন, নন্দলাল শর্মা এবং সাইফুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করবেন অধ্যাপক শামসুজ্জামান খান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতি অনুষ্ঠান।
×