ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২০২০ সালের মধ্যেই মেট্রোরেল

প্রকাশিত: ০৫:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

২০২০ সালের মধ্যেই মেট্রোরেল

রাজধানীতে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্প নির্ধারিত সময় ২০২০ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। প্রকল্প পরিচালক জানান, মেট্রোরেল রুটে যেসব সেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব এলাকায় দেড় মিটার উঁচু শব্দ নিরোধক দেয়াল করা হবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ বিঘিœত না করে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হোক সেটাই চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যানজট নিরসন এবং দ্রুত যাতায়াতের জন্য রাজধানীর উত্তরা থেকে মিরপুর আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ রুটে বাস্তবায়ন হচ্ছে মেট্রোরেল প্রকল্প। এ রুটের আওতায় পড়েছে শাহবাগে দুটি ও ফার্মগেটে একটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব এলাকার শব্দ দূষণ ও পরিবেশের ক্ষতির আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। কোন ক্ষতির আশঙ্কা নেই জানিয়েছেন মেট্রোরেল প্রকল্পের পরিচালক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, সব মহলের সঙ্গে আলোচনা করেই উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্প এলাকার ঐতিহাসিক স্থাপনা রক্ষা ও কোন প্রতিষ্ঠানের ক্ষতির কারণ না হয় সে বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে বলে জানান সেফ গার্ড এক্সপার্টের জেনারেল কনসালটেন্ট ড. নুরুল ইসলাম। বৃহৎ স্বার্থে নেয়া এ প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবার উপকারেই আসবে বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। মেট্রোরেল চালু হলে বিদ্যুত ও গ্যাসের দামের মতোই মেট্রোরেল আইন দ্বারা যাত্রীদের ভাড়া নির্ধারিত হবে। Ñস্টাফ রিপোর্টার
×